-->

Daily Current Affairs In Bengali/English - 22 March, 2025

প্রতিদিনের current affairs in Bengali সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

Daily Current Affairs In Bengali/English - 22 March, 2025

বিশেষত, WBCS, WBP, Food SI, Clerkship, WBSSC, Railway NTPC, Group D, SSC পরীক্ষার জন্য bangla current affairs জানা আবশ্যক।

আজকের today current affairs in English এবং বাংলা দুটি ভাষাতেই দেওয়া হয়েছে। এতে ভারতের সাম্প্রতিক ঘটনাবলী এবং আন্তর্জাতিক খবর অন্তর্ভুক্ত রয়েছে, যা আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।

Daily Current Affairs In Bengali

নিয়মিতভাবে WBCS current affairs পড়ার মাধ্যমে আপনার জেনারেল নলেজ উন্নত হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো স্কোর করা সহজ হবে। 

Daily Current Affairs In Bengali/English - 22 March, 2025

তাই, আজকের today current affairs in Bengali অবশ্যই দেখে নিন।

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স (বাংলা)

  • ভারতের কোন রাজ্যে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বেড়ে ৩৯২ হয়েছে - পশ্চিমবঙ্গ
  • সম্প্রতি ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন - স্টুয়ার্ট ইয়ং
  • ভিশন ২০২০ ইন্ডিয়ার শুভেচ্ছাদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে - কৃষ্ণমাচারী শ্রীকান্ত
  • ডেভিড স্টিভেন কোহেন, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রে পরিচিত ছিলেন - লেখক
  • সম্প্রতি প্রকাশিত বাক স্বাধীনতা সূচক ২০২৫-এ কোন দেশ শীর্ষে রয়েছে - নরওয়ে
  • ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌ-মহড়া 'বরুণ'-এর ২৩তম সংস্করণ শুরু হয়েছে - ফ্রান্স
  • ভারত সম্প্রতি কোন দেশের সাথে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করতে সম্মত হয়েছে - মালদ্বীপ
  • World Poetry Day কবে পালিত হয় - ২১ মার্চ

Today's Current Affairs (English)

  • In which Indian state has the population of one-horned rhinoceroses increased to 392? - West Bengal
  • Who has been sworn in as the Prime Minister of Trinidad and Tobago recently? - Stuart Young
  • Who has been appointed as the goodwill ambassador of Vision 2020 India? - Krishnamachari Srikkanth
  • David Steven Cohen, who recently passed away, was famous in which field? - Writer
  • Which country topped the recently published Free Speech Index 2025? - Norway
  • India and which country have started the 23rd edition of the bilateral naval exercise 'Varuna'? - France
  • India recently agreed to trade in local currency with which country? - Maldives
  • When is World Poetry Day observed? - March 21

Previous Day's Current Affairs: Click Here

Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp