কর্মসংস্থান তৈরীতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রী সভার, ফুড সহ অনান্য দপ্তরে নিয়োগ

আজ মন্ত্রীসভার বৈঠকে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টিতে বেশ কিছু সিন্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি কালে নতুন কোনো চাকরির নোটিস প্রকাশ করেনি রাজ্য সরকার। ২০২২ সালে ডব্লিউবিসিএস ছাড়া আর তেমন কোনো চাকরির নোটিফিকেসন নেই।  

ফলে চাকুরীপ্রার্থী দের মধ্যে ক্ষোভ তৈরী হচ্ছিল। তাই আজকের মন্ত্রীসভার আলোচনায় বেশ কিছু ঘোষনা করেছে রাজ্য সরকার। 

কর্মসংস্থান

কর্মসংস্থান তৈরীতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রী সভার

স্বাস্থ্যদপ্তরে ১১,৫৫১ জনকে চুক্তি ভিত্তিক ও আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগ [ Recruitment ] করবে রাজ্য সরকার। এছাড়া খাদ্য দপ্তরে [ Food Job 2022] ৩৪২ জন কে চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে। কিন্তু কি পদে নিয়োগ হবে সেগুলি বিস্তারিত জানানো হয়নি। 

এছাড়া গত বছর বজ্রপাতে মৃতের পরিবার দের চাকরি দেবে রাজ্য সরকার। এবং সেই সাথে মগরাহাট কান্ডে ক্ষতি গ্রস্থের  পরিবার কে চাকরির ঘোষনা করেছে নবান্ন। সম্প্রতি কালে বিভিন্ন দপ্তরে অনেক শূন্যপদ থাকার পর ও কোনো নতুন নোটিফিকেশন না আসায় চাকুরীপ্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরী হচ্ছিল। 

SSC, PSC সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে  বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ হয়ে থাকে। এখন দেখা যাক, নতুন নোটিফিকেশন কবে বের হয়! 

Comments

Popular posts from this blog

West Bengal Civic Volunteer Salary 2025: Updated Monthly Salary

Latest All Teacher Vacancy In West Bengal 2024 | Apply for Primary, PGT, TGT Posts

KVK Recruitment 2024 in West Bengal: Veterinary Doctor Post at RAKVK Nimpith

IIT Kharagpur Recruitment 2024: Apply for Safety Officer Vacancy

Ramkrishna Ashram Krishi Vigyan Kendra Recruitment 2024 – Apply for Subject Matter Specialist Posts