-->

PSC Miscellaneous GK In Bengali Mock Test - Day 9

PSC Miscellaneous GK In Bengali Mock Test  - Day 9

PSC Miscellaneous GK in Bengali  Mock Test series ( Prelims) available on our Website. There are so many candidates are preparing for PSC Miscellaneous Exam.  General Knowledge is very important for PSC Miscellaneous Examination. So we are sharing with you WBPSC Miscellaneous GK in Bengali Mock Test regularly.


পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্যে সাম্ভব্য জেনারেল নলেজ প্রশ্ন দিয়ে আমাদের মকটেস্ট সিরিজ সাজানো হয়েছে। এই সিরিজে নিয়মিত ১০ টি করে প্রশ্ন থাকবে।

কারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিতে পারবেন?
  • যেকোনো শাখার গ্রাজুয়েট রা এই পরীক্ষার ফর্ম ফিলআপ করতে পারবেন।
পিএসসি মিসলেনিয়াস সিলেবাস ?

প্রিলি পরীক্ষা : মোট নম্বর - ২০০, সময় - ১ ঘন্টা ৩০ মিনিট।
       জেনারেল স্টাডিজ : ১৫০ নম্বর ( ৭৫ টি প্রশ্ন)
       অ্যারিথমেটিক : ৫০ ( ২৫ টি প্রশ্ন)
    মেইন পরীক্ষা : ৪৫০ নম্বর।
         পেপার - ১ : ইংরাজী ( ১৫০ নম্বর, ১ ঘন্টা ৩০ মিনিট)
         পেপার - ২ : বাংলা /উর্দু/হিন্দি/নেপালি ( ১৫০ নম্বর, ১ ঘন্টা, ৩০ মিনিট)
         পেপার - ৩ : জেনারেল স্টাডিজ ( জেনারেল নলেজ - ১০০ নম্বর, অ্যারিথমেটিক - ৫০ নম্বর,              সময় - ২ ঘন্টা ৩০ মিনিট।)
      মনে রাখবেন, মেইন পরীক্ষার ৩ টি পেপার একই দিনে হয়।

      PSC Miscellaneous GK Bengali Mock Test ( Prelims)  - Day 9

      Quiz Questions And Answers

      পিএসসি মিসলেনিয়াস জেনারেল নলেজ ক্যুইজ টেস্ট- ডে ৯

      সবগুলি প্রশ্নের উত্তর সিলেক্ট করুন এবং 'Submit Test' বাটনে ক্লিক করুন। নিজের রেজাল্ট দেখুন।

      Question 1.
      কোন বছর ভারতের প্রথম কো অপারেটিভ সোসাইটি অ্যাক্ট পাশ হয় -

      ১৯০৪
      ১৯০৬
      ১৯০২
      ১৯০০

      Question 2.
      মারাঠি ভাষার উন্নতির জন্যে কে প্রথম কাজ করেছিলেন -

      অরবিন্দ ঘোষ
      সনৎ নামদেব
      সনৎ রামদাস
      যোগী মুকুন্দরাজ

      Question 3.
      ভারতে কোন নেতা প্রথম লবন করের বিরুদ্ধে বলেছিলেন -

      মহাত্মা গান্ধী
      দাদাভাই নৌরজী
      ফিরোজ শাহ মেহেতা
      জি.কে গোখলে

      Question 4.
      আর্য সমাজ কোন বছর প্রতিষ্টিত হয়েছিল -

      ১৮৭৫
      ১৮৯৩
      ১৮৭৪
      ১৮৮২

      Question 5.
      ১৮৮৭ সালের ভারতের ন্যাশনাল সোশ্যাল কংহ্রেস কে তৈরী করেছিলেন -

      বাল গঙ্গাধর তিলক
      জি.কে গোখলে
      এম.জি রানাডে
      রামপ্রসাদ বিসমিল

      Question 6.
      আলোকবর্ষ কীসের একক -

      আলো
      গ্রহের ভর
      দূরত্বের
      সময়ের
      Question 7.
      সাধরন ভাবে পদার্থের ক'টি অবস্থা -






      Question 8.
      জল জমলে আয়তনে -

      বাড়ে
      কমে
      দুটিই হয়
      কোনোটিই নয়

      Question 9.
      টিউবওয়েল হাতল কোন শ্রেনীর লিভার -

      প্রথম
      দ্বিতীয়
      তৃতীয়
      কোনোটিই নয়

      Question 10.
      M.K.S পদ্ধতিতে বলের পরম একক কী -

      নিউটন
      পাস্কাল
      কিলোগ্রাম -ভার
      গ্রাম-ভার


      Number of score out of 10 = Score in percentage =

      Answer Key Below  Post : 


      PSC Miscellaneous  General Knowledge Test  Answer Key - Day 9

      1.  ১৯০৪
      2. সনৎ নামদেব
      3. জি. কে. গোখলে
      4. ১৮৭৫
      5. এম জি রানাডে 
      6. দূরত্বের 
      7.  ৩ 
      8. বাড়ে 
      9. প্রথম 
      10. নিউটন 

      Related Articles

      Post a Comment