-->

Daily Current Affairs In Bengali 9th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Daily Current Affairs In Bengali 9th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Looking for Daily Current Affairs in Bengali?  Here, We are sharing every day Current Affairs in Bengali Online GKCurrent Affairs in Bengali 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs in Bengali PDF Online liner here. WBCS Current Affairs in Bengali GK Daily Update 2019.



হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব। কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন।  তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে 'Testbook Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে। যেসমস্ত পরীক্ষার জন্যে পোস্ট টি গুরুত্বপূর্ন -
  • রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফের্য়াস।
  • NTPC কারেন্ট অ্যাফের্য়াস
  • পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফের্য়াস।
  • পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফের্য়াস।
  • WBCS Current Affairs জিকে।
  • ICDS Supervisor কারেন্ট অ্যাফের্য়াস
  • মিউনিসিপালিটি, পঞ্চায়েত এর বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
  • আরও অনান্য চাকরীর পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস। 
Current Affairs In Bengali 9th July 2019

১। বিশ্বের বৃহত্তম আগুনে পোড়া ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট শুরু হল বাংলাদেশে।
২। Genesis Foundation নতুন দিল্লিতে 'Health Impact Award' আয়োজন করল।
৩। গোলকুন্ডা ফোর্ট, তেলেঙ্গানায় শুরু হল 'Bonalu' উৎসব।
৪। 'LinkedIn' সোশাল নেটওয়ার্ক সাইটের ভারতের ম্যানেজার হলেন আশুতোষ গুপ্তা।
৫। 'বেটি বাঁচাও,  বেটি পড়াও' স্কীমের দেশের মধ্যে সেরা হল উত্তরাখন্ড।
৬। 'Vivekadeepini' নতুন বইটির লেখক ভারতের উপরাস্ট্রপতি Venkaiah Naidu.
৭। কানাডা ওপনে পুরুষ সিঙ্গেলস বিজেতা হলেন চায়নার Li Shi Feng.
৮। পেরু কে হারিয়ে কোপা আমেরিকা ২০১৯ চ্যাম্পিয়ন হল ব্রাজিল।
৯। গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্থ মানুষ ও শ্রমিকদের জন্যে শ্রীলঙ্কায় প্রথম তৈরী হল 'Model Village'
১০। কেন্দ্রের 'Witness Protection Scheme 2018' চালু করল ওড়িশা সরকার।
১১। 'Aadhaar And Other Laws Bill 2019' পাশ করল রাজ্য সভা।
১২। UNESCO এর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হল ' Budj Bim Cultural Landscape'।
১৩। দেশের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং হোম গার্ডের নতুন ডিরেক্টর জেনারেল হলেন M. Nageswar.
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন। 


Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp