-->

Daily Current Affairs In Bengali 30th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | GK Today Bengali

Daily Current Affairs In Bengali 30th July 2019 | WBCS, PSC, NTPC, RRB |  GK Today Bengali

Welcome To GK Today Bengali Blog. Looking for Daily Current Affairs in Bengali?  Here, GK Today Bengali are sharing every day Current Affairs in Bengali Online GKCurrent Affairs in Bangla 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs Bengali PDF Online liner here. WBCS Bengali  Current Affairs GK Daily Update 2019.


হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে  GK Today Bengali  আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব।কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন। তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে  'GK Today Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে।


Current Affairs In Bengali 30th July 2019


১। 'World Day against Trafficking in Persons' পালিত হল ৩০ শে জুলাই।
২। ভারতে হাই স্পীড ইন্টারনেট পরিষেবায় CISCO এর সাথে যুক্ত হল Google.
৩। 'High Tech Biometric Scanning System' লঞ্চ করল মহারাস্ট্র পুলিশ।
৪। বন্ধন ব্যাঙ্কের চিফ ইকোনমিস্ট হিসেবে নিযুক্ত হলেন Siddhartha Sanyal.
৫। বাঘের সংখ্যার দিক থেকে দেশের মধ্যে প্রথম স্থান পেল মধ্যপ্রদেশ ( ৫২৬ টি)।
৬। কুড়ি ওভারের খেলায় প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান, ও ১০০ উইকেটের অধিকারী হলেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার Ellyse Perry.
৭। 'World Deaf Youth Badminton Championship' এ সোনা জিতল Jerlin Anika(তামিলনাড়ু)।
৮। প্রয়াত হলেন মেঘালয়ের বিধানসভার স্পীকার Donkupar Roy.
৯। প্রয়াত হলেন মালায়লাম কবি Attor Ravi Varma.
১০। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতায় MoU স্বাক্ষর করল ভারত ও মায়ানমার।
১১। বিহারের নতুন রাজ্যপাল হলেন Fagu Chauhan.
১২। 'India Nepal Logistics Summit 2019' অনুষ্টিত হল কাঠমান্ডু তে।
১৩। নর্থ ফন্টিয়ার রেলওয়ে মহিলাদের জন্যে লঞ্চ করল 'Pink Coaches'.
১৪। এই প্রথম অলিম্পিকে টেবল টেনিস মিক্সড ডাবলস খেলা যুক্ত হবে ২০২০ টোকিও অলিম্পিকে।
১৫। ৪৬ তম 'National Women Chess Championship 2019' খেতাব জিতল Bhakti Kulkarni.


Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp