-->

Daily Current Affairs In Bengali 1st July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Daily Current Affairs In Bengali 1st July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Looking for Daily Current Affairs in Bengali?  Here, We are sharing every day Current Affairs in Bengali Online GKCurrent Affairs in Bengali 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs in Bengali PDF Online liner here. WBCS Current Affairs in Bengali GK Daily Update 2019.



হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব। কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন।  তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে 'Testbook Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে। যেসমস্ত পরীক্ষার জন্যে পোস্ট টি গুরুত্বপূর্ন -
  • রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফের্য়াস।
  • NTPC কারেন্ট অ্যাফের্য়াস
  • পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফের্য়াস।
  • পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফের্য়াস।
  • WBCS Current Affairs জিকে।
  • ICDS Supervisor কারেন্ট অ্যাফের্য়াস
  • মিউনিসিপালিটি, পঞ্চায়েত এর বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
  • আরও অনান্য চাকরীর পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস। 
Current Affairs In Bengali 1st July 2019

১। 'ন্যাশনাল ডক্টর ডে' পালিত হল ১ জুলাই।
২। প্রথম IPS অফিসার হিসেবে '7 Summits Challange' জয় করলেন অপর্না কুমার।
৩। সামরিক ক্ষেত্রে রাশিয়ার সাথে ২০০ কোটি টাকার চুক্তি করল ভারত।
৪। ইউ.কে - ইন্ডিয়া 'Life Time Achivement Award 2019' পেলেন স্যর মার্ক টুলি।
৫। ভারত সরকার GST এর ২ বছর পূর্তি উদযাপন করল ১ লা জুলাই।
৬। দেশের মধ্যে Unemployment Rate - এ প্রথম স্থানে এল নাগাল্যান্ড
৭। 'World Asteroid Day' পালিত হল ৩০ শে জুন।
৮। 'International Day Of Perliamentarism' পালিত হল ৩০ জুন।
৯। 'One Nation,  One Ration Card' স্কিম চালু হবে  ১ জুলাই, ২০২০।
১০। কলকাতায় এই প্রথম 3G পরিষেবা বন্ধ করে দিল Airtel.
১১। 1st ISA's joint security exercise ISALEX19 অনুষ্টিত হল আবুধাবি তে।
১২। অস্ট্রিয়ান গ্রান্ড পিক্স ২০১৯ খেতাব জিতল Max Verstappen
১৩। U-19 Asian Squash খেতাব জিতল Veer Chotrani.
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন। 


Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp