-->

Daily Current Affairs In Bengali 16th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Daily Current Affairs In Bengali 16th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Looking for Daily Current Affairs in Bengali?  Here, We are sharing every day Current Affairs in Bengali Online GKCurrent Affairs in Bangla 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs Bengali PDF Online liner here. WBCS Bengali  Current Affairs GK Daily Update 2019.


Current Affairs In Bengali

হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব। কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন।  তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে  'GK Today Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে। যেসমস্ত পরীক্ষার জন্যে পোস্ট টি গুরুত্বপূর্ন -
  • রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফের্য়াস।
  • NTPC কারেন্ট অ্যাফের্য়াস
  • পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফের্য়াস।
  • পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফের্য়াস।
  • WBCS Current Affairs জিকে।
  • ICDS Supervisor কারেন্ট অ্যাফের্য়াস
  • মিউনিসিপালিটি, পঞ্চায়েত এর বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
  • আরও অনান্য চাকরীর পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস। 

Current Affairs In Bengali 16th July 2019

১। IOC স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার হলেন শারত কমল।
২। ১৫ জুলাই পালিত হল World Youth Skill Day. এবারের  থিম - Learning to learn for life and work.
৩। ইন্দোরের Devi AhilyaBai Holkar বিমান বন্দর থেকে প্রথম আন্তর্জাতিক বিমান দুবাই রওনা হল।
৪। সিঙ্গাপুর আন্তর্জাতিক কমার্সিয়াল কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হলেন AK Sikri.
৫। USA এর ক্রিকেট কোচ হলেন কিরন মোরে।
৬। মেলবোর্নের La Trobe University থেকে সন্মানীয় ডক্টরেট পেলেন শাহারুখ খান।
৭। World Heritage Committee 2020 আয়োজন করল চীন( Fuzhou শহরে)।
৮। IFFI's এর গোল্ডেন জুবলি অনুষ্টান হবে গোয়াতে ২০ নভেম্বর থেকে।
৯। প্রয়াত হলেন ১৯৭১ যুদ্ধের জেনারেল JS Gharayana.
১০। বন্যা পরবর্তী পুর্নগঠনে বিশ্বব্যাঙ্ক থেকে $250 মিলিয়ন লোন নিল কেরালা।
১১। Kladno Memorial Athletics Meet 2019 এ ২০০ মিটারে সোনা জিতল হিমা দাস।
১২। কাজাকিস্তানে Tatyana Kolpakova Internations Athletics Meet এ ট্রিপল জাম্পে সোনা জিতল এম. শ্রীশঙ্কর।
১৩। প্রয়াত হলেন আমারিকান কম্পিউটার সায়েন্টিস্ট Fernando Corbato.
১৪। প্রয়াত হলেন মালায়ালাম সিনেমাটোগ্রাফার MJ Radhakrishnan.
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন। 



Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp