-->

Daily Current Affairs In Bengali 14th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Daily Current Affairs In Bengali 14th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Looking for Daily Current Affairs in Bengali?  Here, We are sharing every day Current Affairs in Bengali Online GKCurrent Affairs in Bengali 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs in Bengali PDF Online liner here. WBCS Current Affairs in Bengali GK Daily Update 2019.



হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব। কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন।  তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে 'Testbook Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে। যেসমস্ত পরীক্ষার জন্যে পোস্ট টি গুরুত্বপূর্ন -
  • রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফের্য়াস।
  • NTPC কারেন্ট অ্যাফের্য়াস
  • পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফের্য়াস।
  • পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফের্য়াস।
  • WBCS Current Affairs জিকে।
  • ICDS Supervisor কারেন্ট অ্যাফের্য়াস
  • মিউনিসিপালিটি, পঞ্চায়েত এর বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
  • আরও অনান্য চাকরীর পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস। 

Current Affairs In Bengali 14th July 2019

১। ১৪ জুলাই প্রতিবছর পালিত হয় ফ্রান্সের জাতীয় দিবস।
 ২। পশ্চিমবঙ্গ সরকার ' জল সংরক্ষন দিবস' পালন করল ১২ জুলাই।
৩। ধর্মবিরুদ্ধ যেকোনো অমানবিক টুইট ব্যান করল টুইটার।
৪। রাজঘাট কোল প্লান্ট কে সোলার পার্ক করা হবে, জানাল দিল্লি সরকার।
৫। কেশরীনাথ ত্রিপাঠির লেখা 'Great Minds Of India' এর বাংলা ভার্সান প্রকাশিত হল শিলং এ।
৬। ভারতের প্রথম ডলপিন গভেষনা কেন্দ্র স্থাপিত হবে পাটনা তে।
৭। ২০২৫ সালের মধ্যে World 3rd Largest Economy তে পরিনত হবে ভারত : IHS Markit.
৮। ভারতে এই প্রথম TVS মোটর লঞ্চ করল ইথানল ভিত্তিক মোটর সাইকেল।
৯। SAARC Film Festival 2019 এ বেস্ট ফিচার ফিল্ম সহ চারটি পুরস্কার জিতল 'নগর কীর্তন' সিনেমা।
১০। FIFA U-17 World Cup 2019 আয়োজন করবে ব্রাজিল।
১১। সম্প্রতি ফুটবল থেকে অবসর নিল ইংল্যন্ডের প্রাক্তন জাতীয় স্টাইকার Peter Crouch.
১২। প্রয়াত হলেন আর্জেন্টিনার প্রাক্তন রাস্ট্রপতি Fernando De Le Rua.
১৩। প্রয়াত হলেন Emmy Wining আমেরিকান অভিনেতা রিপ টর্ন।
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন। 


Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp