-->

Daily Current Affairs In Bengali 11th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Daily Current Affairs In Bengali 11th July 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Looking for Daily Current Affairs in Bengali?  Here, We are sharing every day Current Affairs in Bengali Online GKCurrent Affairs in Bengali 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs in Bengali PDF Online liner here. WBCS Current Affairs in Bengali GK Daily Update 2019.



হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব। কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন।  তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে 'Testbook Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে। যেসমস্ত পরীক্ষার জন্যে পোস্ট টি গুরুত্বপূর্ন -
  • রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফের্য়াস।
  • NTPC কারেন্ট অ্যাফের্য়াস
  • পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফের্য়াস।
  • পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফের্য়াস।
  • WBCS Current Affairs জিকে।
  • ICDS Supervisor কারেন্ট অ্যাফের্য়াস
  • মিউনিসিপালিটি, পঞ্চায়েত এর বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
  • আরও অনান্য চাকরীর পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস। 

Current Affairs In Bengali 11th July 2019

১। 'World Population Day' পালিত হল ১১ জুলাই, ২০১৯।
২। ভারতের,  মধ্যপ্রদেশে প্রথম 'গরু সাংচুয়ারী ' কে বেসরকারীকরন করা হল।
৩। ভারতের প্রথম হাতি পুর্নবাসন সেন্টার তৈরী হচ্ছে কেরালার কোট্টোর এ।
৪। ভারতের প্রথম প্রাইভেট ট্রেন টি হল - 'দিল্লি লখনও তেজস' এক্সপ্রেস।
৫। DGCA এর নতুন চিফ হলেন অরুন কুমার।
৬। পৃথিবীর মধ্যে নবম ব্যায়বুহুল অফিস লোকেসন নির্বাচিত হল দিল্লির Connaught.
৭। বিশ্ব মঞ্চে ১০০ মিটার রানে স্বর্নপদক পেল ভারতের প্রথম মহিলা দ্যুতি চাঁদ।
৮। AIFF অ্যাওয়ার্ড পেলে সুনীল ছেত্রী ও আশালতা দেবী।
৯। 'Best Inovation Award' পেল নর্থ ফন্টিয়ার রেলওয়ে।
১০। ন্যাশেনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ার সিনেমা লঞ্চ করল 'NMIC Bulletin'
১১। ট্রেড প্রোমোটে Bharat Chamber Of Commerce মউ স্বাক্ষর করল BRICS এর সাথে।
১২। 'Soyuz - 2.1a' স্যাটেলাইট লঞ্চ করল রাশিয়া।
১৩। 'Croatia Grand Chess 2019' শিরোপা জিতল Mangus Carlsen.
১৪। প্রয়াত হলেন ভারতের প্রাক্তন গোল কিপার A U Celestine.
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন। 


Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp