-->

Bangla Current Affairs - একনজরে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০১৯

Bangla Current Affairs - একনজরে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০১৯

GK Today Bengali  :  ২০১৯ উইম্বলডন চ্যাম্পিয়নশিপ গ্রান্ড স্লাম টুর্নামেন্ট শেষ হল। মহিলা সিঙ্গেলস প্রতিযোগিতায় এই প্রথম রোমানিয়ার Simona Halep  চ্যাম্পিয়ন হল,  সাত বারের গ্রান্ড স্লাম বিজয়ী সেরেনা উইলিলামস কে হারিয়ে।

হাইলাইট
  • খেলার তারিখ : ১ থেকে ১৪ জুলাই ২০১৯
  • সংষ্করন : ১৩৩ তম।
  • ক্যাটিগরি : গ্রান্ড স্লাম।
  • পুরষ্কার মূল্য : ৩৮,০০০,০০০ ইউরো।
  • মাঠের ধরন : গ্রাস (Grass) কোর্ট।
  • স্থান : উইম্বলডন, লন্ডন, ইউনাইটেড কিংডম।
  • স্টেডিয়াম : All England Lawn Tenis And Croquet Club.
  • এবারের পুরুষ সিঙ্গেলস বিজেতা : নোভাক জোকোভিচ ( সার্বিয়া)
  • মহিলা সিঙ্গেলস বিজেতা : সিমোনা হেলেপ ( রোমানিয়া)
অনান্য বিভাগের বিজেতা নীচের ছবিতে


উইম্বলডন চ্যাম্পিয়নশিপ সম্পর্কে

স্থাপিত - ১৮৭৭
স্থান - লন্ডন
সবথেকে বেশি বার পুরুষ সিঙ্গেল চ্যাম্পিয়ন - রজার ফেডেরার ( ৮ বার)
সবথেকে বেশি বার মহিলা সিঙ্গেল বিজেতা - মার্টিনা নাভরাটিলোভা ( ৯ বার)


আরও পড়ুন :
বি:দ্র : পোস্ট টি উপকারী মনে হলে নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন।

Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp