-->

AIFF Awards 2019 সেরা পুরষ্কার তালিকা- GK Today Bengali

AIFF Awards 2019 সেরা পুরষ্কার তালিকা- GK Today Bengali



AIFF Awards 2019 সেরা পুরষ্কার তালিকা

GK Today Bengali : ভারতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক সুনিল ছেত্রী এবং মহিলা ফুটবলার আশালতা দেবী ২০১৮-১৯ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পুরষ্কারে শীর্ষ সম্মাননা অর্জন করেছেন। মেন'স ফুটবলার অব দ্য ইয়ার হয়েছেন সুনীল ছেত্রী এবং উমেনস ফুটবলার অব দ্য ইয়ার হয়েছেন আশালতা দেবী।

 হাইলাইট

সুনীল ছেত্রী : তিনি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক  যিনি ইন্টারকন্টিনেন্টাল কাপ 2019 এর ম্যাচের উদ্বোধনী ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে গোল করেছিলেন যদিও ভারত পরাজিত হয় খেলায়। তিনি ধারাবাহিকভাবে তৃতীয় বারের জন্য এআইএফএফ পুরস্কার অর্জন করেছেন এবং ৬ বারের রেকর্ড (2007, 2011, 2013)  2014 এবং 2017)।  ভারতের পক্ষে 70 টি গোলের সাথে তিনি পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কে  পেছনে ফেলে দিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ সক্রিয় আন্তর্জাতিক স্কোরার হিসেবে।  বর্তমানে তিনি ভারতীয় সুপার লিগে (আইএসএল) বেঙ্গলুরু এফসি খেলেছেন।

 নিম্নরূপ অন্যান্য পুরস্কার প্রাপ্তরা:

  • এআইএফএফ ইমার্জিং মেন'স ফুটবলার অফ ইয়ার 2018-19: সাহাল আব্দুল সামাদ (কেরালা)
  • এআইএফএফ ইমার্জিং উইমেন ফুটবলার অফ ইয়ার 2018-19: Dangmei Grace (মণিপুর থেকে)
  • সেরা রেফারিের জন্য এআইএফএফ পুরস্কার: আর ভেঙ্কটেশ (তামিলনাড়ু থেকে)
  • সেরা সহকারী রেফারিের জন্য এআইএফএফ পুরস্কার: জোসেফ টনি (কর্ণাটক থেকে)
  • সেরা গ্রাসরুট উন্নয়ন কর্মসূচী: জম্মু ও কাশ্মীর (জে এবং কে) ফুটবল অ্যাসোসিয়েশন

 এআইএফএফ (AIFF) সম্পর্কে

  •  1992 সাল থেকে এআইএফএফ প্লেয়ার অব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরস্কার দেওয়া শুরু হয়।
  • এটি ভারতে সেরা ফুটবলারকে উপস্থাপিত একটি বার্ষিক অ্যাসোসিয়েশন ফুটবল পুরস্কার।
  • এআইএএফএফ হল ভারতে ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনা সংস্থা। এটি প্রতিষ্টিত হয় ১৯৩৭,  ২৩ জুন।
  • সভাপতি - প্রফুল্ল প্যাটেল
  • ফিফার সদস্য হয় - ১৯৪৮ সালে।
  • AFC অনুমোদন - ১৯৫৪
  • SAFF অনুমোদন - ১৯৯৭
  • হেড কোয়ার্টার - Dwarka, Delhi
আরও পড়ুন :
বি:দ্র : পোস্ট টি উপকারী মনে হলে নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন।

Related Articles

1 comment

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp