-->

GI And Reasoning Questions In Bengali | ICDS Reasoning | NTPC, Railway Group D G.I - Day 1

GI And Reasoning Questions In Bengali | ICDS Reasoning | NTPC, Railway Group D G.I - Day 1

General Intelligence And Reasoning In Bengali 2019. We know you are looking for Reasoning and G.I in Bengali. Here you can daily get ICDS Supervisor Exam Reasoning Set in Bengali. Railway Group D G.I and Reasoning in Bengali Set 2019 available here. Expected RRB NTPC Reasoning and General Intelligence Set Bengali 2019.

প্রায় প্রতিটি চাকরীর পরীক্ষায় রিজনিং বিষয় সিলেবাসে থাকে। তাই প্রতিদিন প্রার্থীদের অবশ্যই রিজনিং প্রাকটিস করা উচিত। এবার থেকে প্রতিদিন GK Today Bengali ওয়েবসাইটে পেয়ে যাবেন বাংলায় রিজনিং ও জেনারেল ইন্টেলিজেন্স প্রশ্নত্তোর সেট। এখানে আমরা, বিভিন্ন চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন রিজনিং ও জেনারেল ইন্টেলিজেন্স প্রশ্নত্তোর পোস্ট করব।

বি:দ্র : নীচে শেয়ার বাটনে, ক্লিক করে পোস্ট টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং সমস্ত বাংলা প্রার্থীকে প্রস্তুতি তে সাহয্য করুন।

বাংলা রিজনিং ও জেনারেল ইন্টিলেজেন্স প্রশ্নত্তোর সেট -  ১ 

(১) বেমানান পদটি চিহ্নিত করুন-  ?
Options:
[a] বেলজিয়াম।
[b] অস্ট্রিয়া
[c] জাপান
[d] নরওয়ে 


(২)  কোনটি আলাদা - 
Options:
[a] কানপুর
[b] কাঞ্চিপূরম
[c] গাজিয়াবাদ
[d] লুধিয়ানা


(৩) বেমানান পদটি চিহ্নিত করুন - 
Options:
[a] রাজদীপ সারদেশাই 
[b] করন থাগার
[c] রাভিশ কুমার
[d] রনিত রায়


(৪) কোনটি বেমানান শব্দ - 
Options:
[a] কয়না 
[b] ইন্দ্রাবতী
[c] ভীমা 
[d] তুঙ্গভদ্রা



(৫)  কোনো আয়নায় ঘড়ির সময় সকাল ১০.২৫ নির্দেশ করে। তাহলে তার প্রকৃত সময় কত?
Options:
[a] ১.৩৫
[b] ৪.২৫
[c] ৩.২৫
[d] ৫.৩৫


(৬)  মি. ও মিসেস গাঙ্গুলীর দুই সন্তান, রীনা ও রবি। রবি হেনা কে বিয়ে করে, যে মি.চক্রবর্তীর কন্যা। মি: চক্রবর্তীর ছেলে পুলক বিয়ে করে সুমনা কে। দেবলীনা ও শম্পা হল রবি ও হেনার কন্যা। শম্পা ও রীনার সম্পর্ক কী - 

Options:
[a] কন্যা
[b] নাতনী
[c] বউমা
[d] ভাইজি


(৭)  ২৩৫:৩০ : : ৩৫৭ : ? 
[a] ১০৫
[b] ৯০
[c]  ৮৭
[d] ৭৭


(৮) ৯৭: ৪৭ : : ৬৭ : ? 

[a] ৪১
[b] ৩৩
[c] ২৯
[d] ২৭


(৯)  LPG : ORH : : QSU :?  
[a] TUV
[b] LOS
[c] MOU
[d] SPR

(১০)  ECGK : VXTP : : HKIF : ?  

[a] KDGH
[b] SPRU
[c] UPTX
[d] WTQO

Solve Answer Key Below Post : 


GI And Reasoning Questions In Bengali | ICDS Reasoning | NTPC, Railway Group D G.I Answer Key- Day 1

১. জাপান
২. কাঞ্জিপূরম
৩.রনিত রায়
৪. ইন্দ্রাবতী
৫. ১.৩৫
৬. ভাইজি
7. 2 x 3 x 5 = 30,  3 x 5 x 7 = 105
8. 9 x 7 - 9 + 7 = 47
    6 x 7 - 6 + 7 = 29

৯.

১০.


Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp