-->

Daily Current Affairs In Bengali 8th June 2019 | WBCS, PSC NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Daily Current Affairs In Bengali 8th June 2019 | WBCS, PSC NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Looking for Daily Current Affairs in Bengali?  Here, We are sharing every day Current Affairs in Bengali Online GKCurrent Affairs in Bengali 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs in Bengali PDF Online liner here. WBCS Current Affairs in Bengali GK Daily Update 2019.



হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব। কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন।  তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে 'Testbook Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে। যেসমস্ত পরীক্ষার জন্যে পোস্ট টি গুরুত্বপূর্ন -
  • রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফের্য়াস।
  • NTPC কারেন্ট অ্যাফের্য়াস
  • পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফের্য়াস।
  • পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফের্য়াস।
  • WBCS Current Affairs জিকে।
  • ICDS Supervisor কারেন্ট অ্যাফের্য়াস
  • মিউনিসিপালিটি, পঞ্চায়েত এর বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
  • আরও অনান্য চাকরীর পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস। 
Current Affairs In Bengali 8th June 2019

১। ৮ জুন হল 'World Brain Tumour Day'।
২। 'বিশ্ব মহাসাগর দিবস' পালিত হল ৮ জুন। এবারের থিম - Gender and the Ocean.
৩। এস্টোনিয়া, নাইজার, St. ভিনসেন্ট, গ্রেনাডাইনস, টিউনেশিয়া, ভিয়েতনাম জাতি সংঘের অস্থায়ী সদস্য পদ পেল।
৪। প্রয়াত হলেন গ্রামি পুরস্কার জয়ী গায়ক ড: জন।
৫। তথ্য বিনিময়ের জন্য MCA ও SEBI চুক্তি স্বাক্ষর করল।
৬। SPICE Bomb কেনার জন্যে ইজরায়েলের সাথে ৩০০ কোটির চুক্তি স্বাক্ষর ভারতের।
৭। ঝাড়খন্ড হাইকোর্টের নতুন কার্যকারী প্রধান বিচারপতি হলেন প্রসান্ত কুমার
৮। দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন ধীরুভাই নারানভাই প্যাটেল
৯। ভারতে পাবলিক ট্রান্সপোর্টের 'রিয়েল টাইম' আপডেটের জন্যে গুগল ম্যাপ নতুন ফিচার লঞ্চ করল।
১০। FIFA ভাইস প্রেসিডেন্ট আহম্মদ গ্রেফতার হল ফ্রান্সে।
১১। সম্প্রতি অর্থনৈতিক উন্নয়ন, জলবিদ্যুৎ সহযোগিতার আলোচনায় দু'দিনের ভুটান সফরে গেলেন পররাস্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর।
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন। 



Related Articles

Post a Comment