Daily Current Affairs In Bengali 4 June 2019 | WBCS, PSC NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস
Looking for Daily Current Affairs in Bengali? Here, We are sharing every day Current Affairs in Bengali Online GK. Current Affairs in Bengal 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs in Bengali PDF Online liner here. WBCS Current Affairs in Bengali GK Daily Update 2019.
হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব। কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন। তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে 'Testbook Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে। যেসমস্ত পরীক্ষার জন্যে পোস্ট টি গুরুত্বপূর্ন -
- রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফের্য়াস।
- NTPC কারেন্ট অ্যাফের্য়াস
- পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফের্য়াস।
- পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফের্য়াস।
- WBCS Current Affairs জিকে।
- ICDS Supervisor কারেন্ট অ্যাফের্য়াস
- মিউনিসিপালিটি, পঞ্চায়েত এর বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
- আরও অনান্য চাকরীর পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
Current Affairs In Bengali 4 June 2019
১। ইন্ডিয়ান আর্মি গো গ্রীন ইনটিটিভের অধীনে ক্রমাগত বায়ুমন্ডলের বায়ুর মানের পর্যবেক্ষন ব্যবস্থা চালু করেছে।
২। 'ঋতু বন্ধু' প্রকল্প চালু করল তেলেঙ্গনা সরকার।
৩। ব্রান্ড ভেবা ফুড তাদের নতুন ব্যান্ড ' V - Nourish' এর জন্যে শাহারুখ খান কে ব্রান্ড অ্যাম্বাসাডার করেছে।
৪। 'International Day Of Innocent Child victim Of Agreession'পালিত হল ৪ জুন
৫। 'যোগ ব্যায়াম লোকেটর' অ্যাপ লঞ্চ করল আয়ুষ মন্ত্রনালয়।
৬। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আরও ৫ বছরের জন্যে মন্ত্রী পরিষদে নির্বাচিত হল। ৭। ইউরোপের সব্বোর্চ আগ্নেয়গিরি শৃঙ্গ বিবেচিত হল 'এন্টা'
৮। RBI এর আর্থিক সাক্ষরতা সপ্তাহ ৩ - ৭ জুন পালিত হবে।
৯। সালভাডোরের নতুন রাস্ট্রপতি হলেন নায়িব বুকেলে।
১০। ছত্রিশ গড়ের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন সতীশ চন্দ্র ভার্মা।
১১। রাজস্থান সরকার ' আপকি বেটি' স্কিমে আর্থিক সহয়তা বাড়াল।
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন।