-->

Daily Current Affairs In Bengali 28th June 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Daily Current Affairs In Bengali 28th June 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Looking for Daily Current Affairs in Bengali?  Here, We are sharing every day Current Affairs in Bengali Online GKCurrent Affairs in Bengali 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs in Bengali PDF Online liner here. WBCS Current Affairs in Bengali GK Daily Update 2019.



হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব। কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন।  তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে 'Testbook Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে। যেসমস্ত পরীক্ষার জন্যে পোস্ট টি গুরুত্বপূর্ন -
  • রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফের্য়াস।
  • NTPC কারেন্ট অ্যাফের্য়াস
  • পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফের্য়াস।
  • পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফের্য়াস।
  • WBCS Current Affairs জিকে।
  • ICDS Supervisor কারেন্ট অ্যাফের্য়াস
  • মিউনিসিপালিটি, পঞ্চায়েত এর বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
  • আরও অনান্য চাকরীর পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস। 
Current Affairs In Bengali 28th June 2019

 ১। 'প্রধানমন্ত্রী গ্রামীন ডিজিটাল সাক্ষরতা অভিযান' এর মাধ্যমে ২.২২ কোটি গ্রামে ডিজিটাল এডুকেশন দেওয়া হবে
২। জাতীয় পশু রোগ দূরীকরন প্রোগ্রামে ১৩,৩৪৩ কোটি টাকা দিল কেন্দ্র
৩। 'Behaviour Energy Saving App' লঞ্চ করল BSES Yamuna Power Ltd.
৪। মনিপুরের নতুন রাজ্যপাল হলেন পদ্মনাভ বালাকৃষ্ণ।
৫। দ্রুততম ক্রিকেটার হিসেবে ২০০০০ রানের রেকর্ড করলেন বিরাট কোহলি
৬। India ও Brunei Darussalam এর মধ্যে ৭ তম ' Foregin Office Consultations' অনুষ্টিত হবে নতুন দিল্লিতে
৭। ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্যে বিড করেছে মায়ানমার, ফিলিপাইনস, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া,  থাইল্যান্ড দেশ গুলি।
৮। Leucoderma চিকিৎসার জন্যে Herbal Drug - Lukoskin তৈরী করেছে বিজ্ঞানী হেমন্ত পান্ডে।
৯। বন্যা মোকাবিলায় 'Flood Hazard Atlas' লঞ্চ করল ওড়িশা সরকার।
১০। ২৩ তম 'সিন্ধু দর্শন উৎসব' পালিত  হল লে'হের Sindhu Ghat Shey তে ।
১১। ২০১৯ সে ভারতের সাথে টেস্ট সিরেজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ক্রিস গেইল
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন। 


Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp