-->

Daily Current Affairs In Bengali 25th June 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Daily Current Affairs In Bengali 25th June 2019 | WBCS, PSC, NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস

Looking for Daily Current Affairs in Bengali?  Here, We are sharing every day Current Affairs in Bengali Online GKCurrent Affairs in Bengali 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs in Bengali PDF Online liner here. WBCS Current Affairs in Bengali GK Daily Update 2019.



হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব। কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন।  তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে 'Testbook Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে। যেসমস্ত পরীক্ষার জন্যে পোস্ট টি গুরুত্বপূর্ন -
  • রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফের্য়াস।
  • NTPC কারেন্ট অ্যাফের্য়াস
  • পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফের্য়াস।
  • পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফের্য়াস।
  • WBCS Current Affairs জিকে।
  • ICDS Supervisor কারেন্ট অ্যাফের্য়াস
  • মিউনিসিপালিটি, পঞ্চায়েত এর বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
  • আরও অনান্য চাকরীর পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস। 
Current Affairs In Bengali 25th June 2019

১। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরনে জাপান, মনিপুরে 'Museum Of Peace' উপহার করল
২। 'সমগ্র শিক্ষার' অধীনে এবার থেকে স্কুলে মেয়েদের সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়া হবে
৩। অভিযোগ জানানোর জন্যে RBI লঞ্চ করল Complaint Management System
৪। ঝাড়খন্ডে মিউনিসিপাল ডেভেলপমেন্টের জন্যে বিশ্ব ব্যাঙ্ক $147 মিলিয়ন লোন দিল
৫। Indian Bullion & Jewellers অ্যাশোসিয়েসানের নতুন সভাপতি হলেন পৃথ্বীরাজ কোঠারি।
৬। UN Food And Agriculture Organization এর নতুন ডিরেক্টরর জেনারেল হলেন চায়নার মিনিস্টার QuDongyu.
৭। ভিহকল ফাইনান্সের জন্যে মারুতি সুজুকির পার্টনার হল ব্যাঙ্ক অফ বরোদা
৮। 'Data Sovereignty - The Pursuit Of Supremacy ' নতুন বইটি লিখেছেন ভিনিত গোয়েঙ্কা।
৯। অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস প্লেয়ার হলেন
১০। সুইজারল্যান্ডে নতুন সদর দপ্তর তৈরী করল International Olymoic Commitee
১১। প্রয়াত হলেন রাজস্থানের BJP প্রধান মদন লাল সাইনি
১২। RBI এর ডেপুটি গভর্নর ভাইরাল ভি. আচার্য পদত্যাগ করলেন।
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন। 


Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp