Current Affairs In Bengali 3 June 2019 | WBCS, PSC NTPC, RRB | বাংলা কারেন্ট অ্যাফের্য়াস
Looking for Daily Current Affairs in Bengali? Here, We are sharing every day Current Affairs in Bengali Online GK. Current Affairs in Bengal 2019 for WBCS, SSC, PSC, Railway Group D, RRB NTPC, WBP Constable, etc Exam. Railway Group D Current Affairs in Bengali PDF Online liner here. WBCS Current Affairs in Bengali GK Daily Update 2019.
হ্যালো বন্ধুরা, এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন বাংলা Current Affairs জিকে পোস্ট করব। কারেন্ট অ্যাফের্য়াস যেকোনো চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন। তাই যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যে 'Testbook Bengali' প্রতিদিন Current Affairs GK প্রকাশ করবে। যেসমস্ত পরীক্ষার জন্যে পোস্ট টি গুরুত্বপূর্ন -
- রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফের্য়াস।
- NTPC কারেন্ট অ্যাফের্য়াস
- পুলিশ কনস্টেবল কারেন্ট অ্যাফের্য়াস।
- পিএসসি ক্লার্কশিপ কারেন্ট অ্যাফের্য়াস।
- WBCS Current Affairs জিকে।
- ICDS Supervisor কারেন্ট অ্যাফের্য়াস
- মিউনিসিপালিটি, পঞ্চায়েত এর বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
- আরও অনান্য চাকরীর পরীক্ষার কারেন্ট অ্যাফের্য়াস।
Current Affairs In Bengali 3 June 2019
১। বিশ্বের বৃহত্তম জেমস ওয়েবস্পেস টেলিস্কোপ, চুড়ান্ত তাপমাত্রা ভ্যাকুয়াম পরীক্ষায় পাশ করেছে।
২। সম্প্রতি মারা গেলেন ভিয়েতনামের শিল্পপতি বি এম খায়ান
৩। বিশ্ব সাইকেল দিবস উদযাপন হল ৩ রা জুন।
৪। স্পাই জেটের চেয়ারম্যান ও এমডি হিসেবে নিযুক্ত হলেন অজয় সিং।
৫। শ্রীলঙ্কার রাস্ট্রপতি নির্বাচন শুরু হবে ১৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর।
৬। বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর জন্য এশিয়া ও প্রসান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয় অর্থ সম্প্রসারনের জন্যে এশিয়া ডেভোলপমেন্ট ব্যাঙ্ক ও এমআইজিএ ( MIGA) একটি চুক্তি স্বক্ষর করেছে।
৭। চীন বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি হিসেবে, তার স্থান হারিয়েছে।
৮। আন্ডার -২০ ইউরেশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় জুনিয়র ৫ টি সোনা, ৩ টি রৌপ্য পদক জিতলেন।
৯। অ্যান্টন আদিত্য সাবোয়া আবার ব্যাডমিন্টন এশিয়ার সভাপতি নির্বাচিত হন।
১০।ONGC ভারতের সবথেকে লাভজনক পাবলিক সেক্টর কোম্পানী তে পরিনত হল।
১১। ফ্লাইট লেফটেন্যান্ট মাহানা সিং, Hawk Jets এর প্রথম IAF মহিলা পাইলট হলেন।
১২। NSSO এর রিপোর্ট অনুযায়ী ভারতে ১০,০০০ মানুষ প্রতি ২০ জন হেলথ ওয়ার্কার।
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন।
বি:দ্র: প্রতিদিন এই সাইটে বাংলায় কারেন্ট অ্যাফের্য়াস পাবেন। পোস্ট টি নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন।