-->

কোর্ট খুললেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা তুলে নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

Testbook Bengali : কলকাতা হাইকোর্টে গ্রীষ্মের ছুটির অবকাশ শেষ হলেই, প্রধান শিক্ষক নিয়োগে যে মামলা হয়ে আছে, সেটি তুলে নেওয়ার জন্যে আবেদন জানাতে  হবে- স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান  সৌমিত্র সরকার কে এমনই নির্দেশ দেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুধুমাত্র মাত্র মামলার জন্যে প্রায় দু'হাজার প্রধান শিক্ষক নিয়োগ ( Teacher Recruitment 2019) আটকে আছে। ফলে, স্কুল গুলি ক্ষতিগ্রস্থ হচ্ছে। শুধু তাই নয়, এদিন  তিনি আশ্বাস দেন, SSC এর সমস্ত প্রার্থীরা চাকরীর দাবিতে অনশন করেছিলেন, তাদের মধ্যে যারা যোগ্য, সবাই অবশ্যই চাকরী ( Job)  পাবেন।

সোমবার বৈঠকের পর তিনি জানান, অনান্য শিক্ষক নিয়োগ ( Teacher Recruitment)  হলেও, সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছেন, প্রধান শিক্ষক রা। তাই গ্রীষ্মের ছুটি শেষ হলেই, হাইকোর্টে এই নিয়োগ সংক্রান্ত মামলা তুলে নেওয়ার ব্যবস্থা করা হবে।

Related Articles

Post a Comment