-->

PSC Clerkship GK in Bengali - Day 1

Looking for PSC Clerkship General Knowledge? Here is the best place for you. 

PSC Clerkship GK in Bengali - Day 1

PSC Clerkship GK in Bengali Online test set provided here. PSC Clerkship GK for Preparation 2019. PSC Clerkship GK online test.


পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার  প্রস্তুতি নিচ্ছেন?

আমরা প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের সাহয্য করে চলেছি। এখানে আপনারা প্রতিদিন চাকরীর পরীক্ষার জন্যে জেনারেল নলেজ সেট পাবেন। পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন প্রশ্ন দিয়ে আমাদের অনলাই সেট গুলি সাজানো হয়েছে। এখন জেনে নিই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস -
  • ইংরাজী - ৩০ নম্বর।
  • অংশ - ৩০ নম্বর।
  • জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফের্য়াস - ৪০ নম্বর।
PSC Clerkship GK in Bengali


বি:দ্র : কোনো প্রশ্নের উত্তর অনিচ্ছাকৃত ভুল থাকলে, কমেন্ট করে সঠিক টি বলুন। এই সাইটের 'অ্যাড্রেস' টি ফোনে সেভ করে রাখুন এবং প্রতিদিন ভিজিট করে টেস্ট দিন।

পিএসসি ক্লার্কশিপ জেনারেল অ্যাওয়ারনেস টেস্ট - Day-1 

(১) শিলাময় মরুভূমি কে কি বলে? 
Options:
[a] রাহি
[b] বাগার
[c] হামাদা
[d] আর্গ


(২)  মারাঠাদের সর্বশেষ পেশোয়া কে ছিলেন?
Options:
[a] প্রথম বাজীরাও
[b] দ্বিতীয় বাজীরাও
[c] বালাজি বাজীরাও
[d] বালাজী বিশ্বনাথ


(৩)  অক্সিন কি?
Options:
[a] উদ্ভিদ হরমোন
[b] প্রানী হরমোন।
[c] উৎসেচক
[d] রেচন পদার্থ


(৪) সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত- 
Options:
[a] কাঠমান্ডু
[b] জাকার্তা
[c] দিল্লি
[d] থিম্পু


(৫) পৃথিবীর সর্ববৃহৎ পাখি কোনটি - 
Options:
[a] উটপাখি
[b] পেঙ্গুইন
[c] অস্ট্রিচ
[d] বাজ


(৬)  ব্রেবোন স্টেডিয়াম কোন খেলার জন্যে বিখ্যাত - 

Options:
[a] ফুটবল
[b] ক্রিকেট
[c] ইন্ডোর গেমস
[d] কোনোটিই নয়।


(৭) কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্টিত হয় - 
[a] ১৮৩৬
[b] ১৮৩৭
[c] ১৮৩৮
[d] ১৮৩৫


(৮) কলা, আদা উৎপাদনে ভারত, পৃথিবীতে কত তম?

[a] প্রথম।
[b] দ্বিতীয়
[c] তৃতীয়
[d] চতুর্থ


(৯) মাছ ধরার ছিপ কোন শ্রেনীর লিভার - 
[a] প্রথম শ্রেনীর লিভার
[b] দ্বিতীয় শ্রেনীর লিভার।
[c] তৃতীয় শ্রেনীর লিভার
[d]  কোনটিই নয়। 

(১০) ডান্ডিয়া রাস কোন রাজ্যের নৃত্যশৈলী? 

[a] হরিয়ানা 
[b] বিহার। 
[c] গুজরাট
[d] মরিপুরি

বি:দ্র: নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন। 

Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp