-->

ICDS Supervisor Previous Year Questions Solve Test - Part 2


ICDS Supervisor Previous Year Questions Solve Test - Part 2

Hello Friends, ICDS Supervisor Previous Year Questions Solve here.   PSC has recruitment 2900 ICDS Supervisor in West Bengal. ICDS Supervisor Previous year question set. ICDS Supervisor Exam General Knowledge 2019. A lot of girls waiting for this ICDS Supervisor Exams. Today GKoogle Sharing ICDS Previous Year Questions GK Solve. ICDS Previous Year Answer Key here.


বন্ধুরা, তোমরা যারা ICDS সুপারভাইজর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্যে বিগত বছরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ন।  বিগত বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবে, কেমন ধরনের প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। 'GKoogle' প্রতিদিন ICDS এর বিগত বছরের প্রশ্ন উত্তর সহ পোস্ট করবে। নিয়মিত 'GKoogle' সাইটে এসে প্রস্তুতি নিলে, আশা করি উপকৃত হবে তোমরা।
অনুরোধ : ভালো লাগলে, পোস্ট টি শেয়ার আমাদের 'মোটিভেট' করবেন।



ICDS Supervisor Previous Year Questions - Part 2 


(১) জীবদেহে সব উৎসেচক - 
Options:
[a] প্রোটিন জাতীয়।
[b] শ্বেতসার জাতীয়।
[c] ভিটামিট জাতীয়
[d] কোনোটিই নয়।


(২)  রিকেট রোগ হয়, কিসের অভাবে - 
Options:
[a] ভিটামিন A 
[b] ভিটামিন B
[c] ভিটামিন D
[d] ভিটামিন C 


(৩) বেরিবেরি রোগ হয় কিসের অভাবে - 
Options:
[a] ভিটামিন K
[b] ভিটামিন B
[c] ভিটামিন C
[d] ভিটামিন P


(৪) স্কার্ভি রোগ হয়, কিসের অভাবে - 
Options:
[a] ভিটামিন C
[b] ভিটামিন A
[c] ভিটামিন D
[d] ভিটামিন E


(৫) ঠোঁটের কোনে ঘা  হয় - 
Options:
[a] ভিটামিন B 2 অভাবে।
[b] ভিটামিন K
[c] ভিটামিন A
[d] কোনোটিই নয়।


(৬) রাতকানা রোগ হয়, কিসের অভাবে - 

Options:
[a] ভিটামিন C 
[b] ভিটামিন K
[c] ভিটামিন B
[d] ভিটামিন A


(৭) অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, কিসের অভাবে- 
[a] ভিটামিন K
[b] ভিটামিন A
[c] ভিটামিন B 12
[d] ভিটামিন E


(৮) গলগন্ড রোগ হয় - 

[a] আয়োডিনের অভাবে
[b] আয়রনের অভাবে।
[c] ক্যালসিয়ামের অভাবে
[d] কোনোটিই নয়।


(৯) পেলেগ্রা রোগ হয় - 
[a] থায়ামিনের অভাবে।
[b] নিয়াসিনের অভাবে।
[c] লোহার অভাবে।
[d]  কোনটিই নয়।

Related Articles

Post a Comment

WhatsApp Logo Join WhatsApp